খুরুশকুল রাসবিহারী মন্দিরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। মন্দিরের দরজা খুলে প্রতিমার মাথায় থাকা স্বর্ণের তাজ, গলার চেইন, কানের দুল সহ মোট ৩ ভরি ১০ আনা ওজনের স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে। গত ২৭ জুলাই রবিবার দুপুর ২টার সময় এঘটনা ঘটে। মন্দিরে সি.সি ক্যামরার ভিডিও দেখে চোরকে সনাক্ত করা গেলেও তাকে ধরা সম্ভব হয়নি। দিন-দুপুরে এরকম ঘটনায় পুরো এলাকায় আতংক বিরাজ করছে। এই চুরির ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ।
রাসবিহারী মন্দিরের সভাপতি সনাতন পাল বলেন, গত ২৭ জুলাই দুপুর অনুমান ২টার সময় খুরুশকুল পাল পাড়া এলাকার রাস বিহারী মন্দিরের পূজা শেষ করে পুরোহিত মন্দিরের ২য় তলায় রুমে যায়। ওইদিন সন্ধ্যায় অনুমান ৬টার সময় পুরোহিত মন্দিরে পূজা দেয়ার জন্য এসে মন্দিরের দরজা খোলা দেখতে পায়। এসময় প্রতিমার স্বর্ণের মাথার তাজ, গলার চেইন, কানের দুল নিয়ে যায়। সবমিলিয়ে মোট ৩ ভরি ১০ আনা ওজনের স্বর্ণ অলংকার নিয়ে যায় চোর। যার আনুমানিক মূল্য ৬ লক্ষ টাকা।
তিনি আরও বলেন, পুরোহিত ঘটনা সম্পর্কে জানালে স্থানীয় লোকজন নিয়ে মন্দিরে গিয়ে সিসি ক্যামরা ভিডিও দেখে অপরিচিত অজ্ঞাত চোরকে চুরি করতে দেখা যায়। ওই চোর কিভাবে ঢুকে, কিভাবে চুরি করছে সব দেখা গেছে। এবিষয়ে চোরের সনাক্তকৃত ছবি ও ধারণকৃত ভিডিও দিয়ে গতকাল ২৮ জুলাই সোমবার কক্সবাজার সদর মডেল থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেছি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |