বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
সর্বশেষ

ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ২৮ রোহিঙ্গা আটক, আশ্রয়দাতা যুবক গ্রেপ্তার

শেখ রাসেল
আপডেট সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে বাইরে বসবাসরত নারী-পুরুষ ও শিশুসহ ২৮ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে র‌্যাব-১৫। এসময় রোহিঙ্গাদের আশ্রয়দাতা স্থানীয় এক যুবককেও গ্রেপ্তার করা হয়।

শনিবার (১২ অক্টোবর) রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। আটক আশ্রয়দাতা হলেন হ্নীলা পশ্চিম শিকদারপাড়া এলাকার রশিদ আহম্মেদের ছেলে বোরহান উদ্দিন (১৮)।

র‌্যাব জানায়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রোহিঙ্গারা অবৈধভাবে ক্যাম্পের বাইরে ভাড়া বাসা নিয়ে বসবাস করছে, এমনকি জায়গা কিনে স্থায়ীভাবে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করছে। ক্যাম্পের বাইরে এসে তারা খুন, ছিনতাই, ডাকাতি, মাদকপাচার, অপহরণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে কক্সবাজারসহ আশপাশের জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

ইতিপূর্বেও র‌্যাব-১৫ একাধিক অভিযানে ক্যাম্পের বাইরে অবস্থানকারী রোহিঙ্গাদের আটক করেছে। ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস রোধে ও আইন-শৃঙ্খলা উন্নয়নে র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, রোহিঙ্গাদের অবৈধভাবে ক্যাম্পের বাইরে অবস্থান প্রতিরোধে আমাদের সাড়াশি অভিযান চলমান রয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫