জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে কুরআন তেলোয়াতে চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অধিকার করেছে টেকনাফের মো. রায়হান (১২)। রায়হান উপজেলার বাহারছড়া ইউপির উত্তর শিলখালী এলাকার মাওলানা এজাহারুল হকের পুত্র এবং স্থানীয় শামলাপুর দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
৫ মার্চ (মঙ্গলবার) সকালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, চট্টগ্রামের আয়োজনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরষ্কার তুলে দেওয়া হয় প্রথম স্থান অধিকারী ওই রায়হানকে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের বরিষ্ঠ অধ্যাপক ও সমাজ বিজ্ঞান অনুষদের প্রাক্তন ডিন ড. ফরিদ উদ্দিন আহামেদ।
শামলাপুর দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও মো. রায়হানের পিতা হাফেজ মাওলানা এজাহারুল হক জানান,’রায়হান আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। আমাদের প্রতিষ্ঠানে দ্বীন-ই শিক্ষার পাশাপাশি হামদ-নাত, কুরআন তেলোয়াত সহ ইসলামি সাংস্কৃতিকমূলক বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। রায়হান ‘ক’ বিভাগে কুরআন তেলোয়াতে উপজেলা পর্যায়ে প্রথম স্থান, জেলা পর্যায়ে প্রথম স্থানের পর এবার বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অধিকার করায় আমরা গর্ববোধ করছি। আশা করছি, জাতীয় পর্যায়েও প্রথম স্থান পেয়ে আমাদের প্রতিষ্ঠান সহ টেকনাফ তথা পুরো কক্সবাজার জেলার সুনাম বয়ে আনবে।’
এবিষয়ে টেকনাফ বাহারছড়ার কৃতীমুখ ও এনজিও কর্মকর্তা মো. শহীদ উল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ, এ অর্জন আমাদের প্রত্যাশার পারদকে অনেক বেশি সমুন্নত করেছে। সময়ের পরিক্রমায় বাহারছড়া এভাবেই কৃতী সন্তানের জন্ম দেয়। ইনশাআল্লাহ আগামীর গন্তব্য জাতীয় পর্যায়, এরপর মদিনা। আশা করি, বিশ্বসেরা হাফেজের ট্রফি’টাও আসুক আমাদের জন্মভূমিতে।’
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |