বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo বাঁকখালী নদী তীরের ৭০ একর জমি উদ্ধার Logo রামুতে ই’য়াবা নিয়ে রোহিঙ্গাসহ ২ নারী আটক Logo কক্সবাজার থেকে ফেরার পথে ইয়াবাসহ যুবদল-কৃষক দলের ৩ নেতাকর্মী গ্রেফতার Logo টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাসহ দুষ্কৃতকারী আটক Logo টেকনাফে ডাকাতের পাহাড়ি আস্তানায় নৌ-বাহিনীর অভিযান, আ গ্নে য়া স্ত্র ও গোলাবারুদ উদ্ধার Logo ফের সাগরে মাছ শিকারের সময় ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি Logo টেকনাফে দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ আটক ১ Logo ফোরজির সর্বনিম্ন গতি হবে ১০ এমবিপিএস, সোমবার থেকে কার্যকর Logo কক্সবাজার শহরে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ Logo চট্টগ্রামে সম্প্রীতি জোরদারে টেকনাফের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফ্রেন্ডলি টুর্ণামেন্টের আয়োজন

কুবিতে বঙ্গবন্ধুকে অবমাননা, বিচারের বিষয়ে গুরুত্বপূর্ণ নয় বললেন ডিন

হাবিবুর রহমান, কুবি
আপডেট বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৮:২৬ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একাডেমিক বিল্ডিং-১ (কলা ও মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদ) এর সিঁড়ির নিচের ময়লার স্তুপে অযত্নে -অবহেলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ফেলে রাখার ঘটনার প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। এ ঘটনার খোঁজ নিতে গেলে এটি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় বলে মন্তব্য করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন. এম. রবিউল আউয়াল চৌধুরী।

গত ১১ এপ্রিল ময়লার স্তুপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পড়ে থাকার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। সেসময় এ ঘটনায় তদন্ত সাক্ষেপে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। তবে ঘটনার প্রায় পাঁচ মাস পরও কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা না যাওয়ায় এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সাথে কথা বলতে যান বায়ান্ন টিভি ও দৈনিক বাংলাদেশের আলোর কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

এসময় রবিউল আউয়াল চৌধুরী প্রতিবেদককে বলেন, ‘এটা (বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননা) তুচ্ছ বিষয়, তুমি কেন এসব বিষয় নিয়ে কথা বলতে আসছো। বিশ্ববিদ্যালয়ে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেগুলো নিয়ে কথা না বলে কে বঙ্গবন্ধুর ছবি রেখেছে (ময়লার স্তুপে) এটা এমন গুরুত্বপূর্ণ বলে মনে করছি না।’

এদিকে ছবি অবমাননার বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বঙ্গবন্ধু পরিষদ একাংশের সভাপতি সাঈদুল আল-আমীন বলেন, জাতির পিতার মত একজন সম্মানিত ব্যক্তি ও প্রধানমন্ত্রীর ছবি অবমাননায় ফেলে রাখা খুবই দুঃখজনক এবং অপমানজনক। আমি যতটুকু জানি ছবি পুরান হয়েছে তাই ফেলে দেওয়া হয়েছে, তবে ফেলে দেওয়ার ধরনটা অত্যন্ত দুঃখজনক। যেখানে মানুষ পাড়ায় যাবে সেখানে এভাবে ছবি ফেলে দেওয়া খুবই অপমানজনক।

বঙ্গবন্ধু পরিষদের আরেকাংশের সভাপতি কাজী ওমর সিদ্দিকী বলেন, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে ময়লার স্তুপে অবহেলায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ফেলে রাখা হয়েছিল কি না আমি জানি না। এ বিষয়ে আমার জানা নাই। আমি মন্তব্য করতে পারছি না।

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এভাবে অপমান করে ফেলে রাখার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন না নিয়ে কেমন ধরনের বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, সে ব্যাপারে আমি সন্দিহান। তারা (কর্তৃপক্ষ) শুধুমাত্র বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম বলে বলে চলে, বাস্তবে বোঝা যায় কে কতটুকু বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে। ছাত্রলীগ কোনো কিছু বললে বিভিন্ন জায়গায় শুধু আমাদের নামে বিচার যায়। এখন আমরা একপ্রকার কণ্ঠরোধ। কেন্দ্রীয় নেতাদের কাছে আমাদের নামে বিচার দিয়ে কণ্ঠরোধ করে ছাত্রলীগকে ধ্বংসের পাঁয়তারা করছে তাঁরা।

এসব বিষয়ে কথা বলতে উপাচার্যের কার্যালয়ে একাধিকবার গিয়েও তাঁকে পাওয়া যায়নি। সবশেষ বুধবার এ প্রতিবেদন লেখার সময় মুঠোফোনে উপাচার্যকে কল করলে তিনি বলেন, ‘আমার সামনে এখন ফাইল। এ মুহূর্তে কথা বলতে পারছি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫