কুতুবদিয়ায় ভেসে আসা মরদেহের পরিচয় মিলেছে। তিনি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানির ছড়া কালালিয়া কাটা গ্রামের মো: জামালের পুত্র আব্দুল মোনাফ।
গতকাল শনিবার (২ জুলাই) সকালে উত্তর কৈয়ারবিল বেড়িবাঁধের বাইরে সৈকতে জোয়ারে ভেসে আসে ওই মরদেহ। স্থানীয়রা দেখে পুলিশকে খবর দিলে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্বজনেরা জানান, ২০ দিন আগে সাগরে ট্রলার ডুবিতে মোনাফসহ ৪ জন নিখোঁজ হয়েছিল।
থানার ওসি মো: আরমান হোসেন জানান, উত্তর কৈয়ারবিল বেড়িবাঁধের বাইরে ভাসমান অবস্থায় প্রায় ৩৩ বছর বয়সী একব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করা হয়।
লাশের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে গেঞ্জি দেখে পার্শ্ববর্তী উপজেলা মহেশখালীর হোয়ানকের জামালের পুত্র আব্দুল মোনাফের বলে খবর আসে। পরে স্বজনেরা এসে মরদেহ মোনাফের বলে সনাক্ত করেন।
মরদেহের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |