কারিশমাগিরীতেও রেহায় হলোনা কারিশমার। বুধবার (২৭ জুলাই) হাইওয়ে পুলিশের জালে এক সহযোগীসহ ইয়াবা নিয়ে আটকা পড়েছেন কারিশমা। সে রামু গর্জনিয়া এলাকার মো. হেলালের স্ত্রী এবং আরেক সহযোগী রুবিনা টেকনাফের হ্নীলা ইউপির রবিউল আলমের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) রহমত উল্লাহ জানান, বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মালুমঘাট হাইওয়ে থানার এসআই জসিম উদ্দিন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগাম-কক্সবাজার মহাসড়কের হাসিনাপাড়া নামক স্থানে চট্টগ্রামমুখী যাত্রীবাহী সৌদিয়া বাস (চট্টমেট্রো ব-১১-১৮৮৪) কে থামিয়ে তল্লাশী করা হয়। এসময় রামু গর্জনিয়ার হেলালের স্ত্রী ও টেকনাফের হ্নীলার রবি আলম হারুনের স্ত্রীকে সন্দেহজনক হওয়ায় তাদের পরিহিত জুতার অংশ দুই ভাগ করা হয়। এসময় জুতার ভেতর অভিনব কায়েদায় লুকিয়ে রাখা ৫ শত পিস করে পলিথিন দিয়ে মোড়ানো চারটি প্যাকেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |