কক্সবাজারের টেকনাফের কৃতি সন্তান, কাতারে কর্মরত কাতার সরকারের আমীরে দেওয়ান বিশিষ্ট ইতিহাসবিদ ড. হাবিবুর রহমান কক্সবাজার সফরকালে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন কক্সবাজার ইতিহাস গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক, কক্সবাজার ইতিহাস চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মডারেটর এবং কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।
উক্ত সাক্ষাতে উভয়ের মধ্যকার দীর্ঘ আলোচনায় দেশ-বিদেশের ইতিহাসের নানা গতিপথসহ বিভিন্ন বিষয়াদি স্থান পায়। বিশেষত কাতারের ইতিহাস পুনর্গঠন, কাতার-বাংলাদেশ সম্পর্ক, বাংলাদেশের ১৯৭১’র মুক্তিযুদ্ধ ও ২০২৪’র ছাত্র জনতার বিপ্লব, বাংলাদেশ-মিয়ানমার সম্পর্ক, কক্সবাজার-আরাকান সম্পর্ক, দেশের শিক্ষা ব্যবস্থা, ইতিহাস চর্চাসহ বিভিন্ন বিষয়াদি। কক্সবাজার এসে আমন্ত্রণ জানিয়ে এমন একটি অনন্য আলাপ-আলোচনার সুযোগ করে দেয়ার জন্য ড. হাবিবুর রহমানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান অধ্যাপক জাহাঙ্গীর আলম।
এসময় কক্সবাজারসহ বিভিন্ন বিষয়ে নানাদিক সম্পর্কে জানতে পেরে বেশ আপ্লুত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ড. হাবিবুর রহমান। উক্ত আলাপচারিতায় উপস্থিত ছিলেন ড.হাবিবুর রহমানের গবেষণা সহকারী ও তরুন গবেষক ও কক্সবাজার সরকারি কলেজের ইতিহাস বিভাগের মেধাবী ছাত্র মোহাম্মদ সায়েম।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |