জুলাই আন্দোলনের নামে দালালি করা ব্যক্তিদের চেতনাবাজ উল্লেখ করে হুশিয়ারি দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার সদস্য সচিব আব্দুল্লাহ বিন কাদের।
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের ছাত্র আন্দোলনে নিজের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “আন্দোলনের প্রতিটি ধাপে আমি ছিলাম, মামলা খেয়েছি, কারাবরণ করেছি। আর এখন সেই আন্দোলনের নামে যারা দালালি করে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, তারা প্রকৃত ইতিহাস বিকৃত করছে।”
বিবৃতিতে আব্দুল্লাহ বলেন, “১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর ছাত্রলীগের বর্বর হামলা এবং পরদিন রংপুর ও চট্টগ্রামে ছাত্রনেতা আবু সাইদ ও ওয়াসিম আকরামের শাহাদাতের খবরে তিনি গভীরভাবে মর্মাহত হন এবং হ্নীলায় একটি ছাত্র-যুব ঐক্যের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলেন”।
তিনি আরও বলেন, “আমি টেকনাফে আন্দোলনের প্রথম গ্রেফতারকৃত যুবদল কর্মী ছিলাম। পুলিশ আমাকে রাতে ধরে নিয়ে যায় স্থানীয় প্রভাবশালীদের নির্দেশে। ৩০ জুলাই জামিনে মুক্ত হয়ে আন্দোলনের প্রস্তুতি পুনরায় শুরু করি। ৫ আগস্ট ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিকে কেন্দ্র করে হ্নীলায় পুলিশের উপস্থিতি উপেক্ষা করে আমরা রাস্তায় মিছিল করি।”
এদিকে তিনি অভিযোগ করেন, “আজ যখন দেখছি কিছু সুবিধাবাদী তথা ছাত্র প্রতিনিধি পরিচয়ে কিছু কতিপয় ব্যক্তি থানার দালালি করছে, তখন মনে হয় আমাদের রক্ত বৃথা গেল!”
এছাড়া যদি সেই কথিত চেতনাবাজদের সত্যায়ন করতে হয় তাহলে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর গ্রহণের ঘোষণা দেন তিনি।
তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে জুলাই বিপ্লবের সত্য ইতিহাস রক্ষার একটি সাহসী পদক্ষেপ বলে মন্তব্য করছেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |