কুমিল্লা নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় জড়িত প্রধান সন্দেহভাজন সেই ইকবাল হোসেনকে আটকের পর পুলিশি কড়া নিরাপত্তায় কক্সবাজার থেকে কুমিল্লা অভিমুখে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১০ টার দিকে কক্সবাজার জেলা পুলিশের একটি দল কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করেছিল।
কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে অভিযুক্ত ইকবালকে নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের একটি টিম। পুলিশ বহরের নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান।
এর আগে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তিন ছাত্রলীগ নেতাকর্মীর সহায়তায় ইকবাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে কক্সবাজারের এসপি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদে ইকবাল কী তথ্য দিয়েছেন এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |