কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে থেমে নেই সংঘর্ষ।মিয়ানমারের সামরিক জান্তা ও আরাকান বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাত থেকে ফের গুলি এসে পড়ল টেকনাফে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউপির জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি অফিসের জানালায় এসে লাগে গুলিটি। এতে চোখে পড়ার মতো একটি ছিদ্র হয়ে যায়।
জানা গেছে, মঙ্গলবার রাত ১১টা থেকে বুধবার ভোর পর্যন্ত থেমে থেমে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ ভেসে আসে সীমান্তের এপারে। এতে সীমান্তবর্তী মানুষরা উৎকন্ঠায় রাত পার করে।
জাদিমুড়ার বাসিন্দা আবু তৈয়ব বলেন, মঙ্গলবার রাতে গোলাগুলির শব্দ কানে আসায় ভয়ে ঘুমাতে পারিনি। মাঝরাতে বিকট একটি শব্দ শুনতে পাই। সকালে নিশ্চিত হয় গুলিটি আমাদের পাশ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি অফিসের জানালার চৌকাঠে এসে পড়ে।
জাদিমুড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি নুর আহমদ বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত থেকে একটি গুলি এসে সিআইসি স্যারের অফিসের জানালায় লাগে। তাৎক্ষণিক বিষয়টি সিআইসি কে অবগত করেছি।
স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম বলেন, রাতে চিংড়ীঘের পাহারা দিচ্ছিলাম। মিয়ানমারের ওপারে গোলাগুলি ও মর্টারশেলের শব্দের ভয়ে চিংড়ীঘের থেকে চলে আসি। এভাবে রাতভর থেমে থেমে গোলাগুলির শব্দ ভেসে আসে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |