বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ
Logo আহত ১ হাজার ফিলিস্তিনিকে চিকিৎসা দেওয়া হতে পারে বাংলাদেশে Logo পুলিশ সদস্য ও তার দুই সহযোগীকে ই’য়া’বাসহ আ’টক Logo মেরিন ড্রাইভে পরিত্যক্ত ‘হ্যান্ড গ্রেনেড’ উদ্ধার Logo বাংলাদেশের সীমানায় ঢুকে জেলেদের ওপর বিএসএফের হামলা Logo পাঁচ মাসে দেড় শ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি Logo টেকনাফে সমুদ্র সৈকতে ৫২১ কাছিম ছানা অবমুক্ত Logo মারিশবনিয়া পাহাড় থেকে অপহৃত কৃষককে মুক্ত করতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি Logo রোহিঙ্গা ক্যাম্পে ফের যুবক খুন Logo টেকনাফে চোরাইপথে আসা বাছুরসহ ১৭টি মহিষ নিলামে বিক্রয় হলো ১১ লাখ ২৫ হাজার টাকায় Logo ‎হ্নীলায় পাহাড় থেকে উদ্ধারকৃত টমটম চালকের জানাযা সম্পন্ন; জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

এসএসসি পরীক্ষা দিতে পারবে উখিয়ার সেই ১৩ শিক্ষার্থী

রূপান্তর ডেস্ক / ৭৮ বার পড়া হয়েছে
আপডেট সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন এসএসসি পরীক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় অংশ নিতে পারেনি। এ ঘটনায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। কিন্তু স্থানীয় প্রশাসন ও দায়িত্বশীল ব্যক্তিদের সময়োপযোগী হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে শিক্ষার্থীদের, যা তাদের জন্য এক নতুন আশার আলো এনে দিয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, যথাসময়ে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের ফি পরিশোধ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ডে ফরম জমা দেয়নি। পরীক্ষার দিন সকালে প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা তালাবদ্ধ বিদ্যালয় পায়। প্রবেশপত্র না পেয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে না পারায় তারা কান্নায় ভেঙে পড়ে। এ ঘটনায় উত্তেজিত অভিভাবক ও শিক্ষার্থীরা গত ১০ এপ্রিল কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং পরে বিদ্যালয়ে ভাঙচুর চালায়। পুলিশ প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসকে আটক করে থানায় হেফাজতে নেয়। উখিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম জানান, “১৩ জন শিক্ষার্থীর কেউই বোর্ডে ফরম পূরণ করতে পারেনি। বিষয়টি তদন্তসাপেক্ষে সমাধানের চেষ্টা চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন বলেন, “বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার মাত্র ৩০ মিনিট আগে আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরে দেখা যায়, ফরম বোর্ডে জমা দেওয়া হয়নি। এ ধরনের ছায়া-প্রতিষ্ঠানের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যত হুমকির মুখে পড়ছে। তবে এই অনিশ্চয়তার মধ্যে আশার খবর হলো, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন, উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সাবেক সাংসদ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এবং কক্সবাজার জেলা প্রশাসক ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে এই ১৩ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করেন। এই উদ্যোগে শিক্ষার্থীদের মুখে আবার হাসি ফিরেছে। অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দায়িত্বশীলদের সহযোগিতা না পেলে আমাদের সন্তানদের একটি বছর হারিয়ে যেত। শিক্ষার্থী রুমা আক্তার বলেন, “আমি ভেবেছিলাম সব শেষ। কিন্তু আবার যখন জানলাম পরীক্ষা দিতে পারব, তখন মনে হলো জীবন ফিরে পেলাম। এই ঘটনায় শিক্ষা ব্যবস্থার দুর্বলতা যেমন উন্মোচিত হয়েছে, তেমনি সঠিক সময়ে প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার বাস্তব উদাহরণও তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫