টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালীতে অবৈধভাবে পাহাড় নিধনের অভিযোগ ওঠেছে এক শ্রেণীর অসাধু চক্রের বিরুদ্ধে।
সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ ধরে উত্তর শিলখালীর বাসিন্দা করিম বক্সের পুত্র নুরনবী (৪০) এর নেতৃত্বে প্রায় কয়েক বিঘা সরকারি উঁচু পাহাড় রোহিঙ্গা শ্রমিক দিয়ে অবৈধভাবে কেটে ধ্বংস করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বাহারছড়া শিলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এই পাহাড়ে রোহিঙ্গা শ্রমিক দিয়ে পাহাড় নিধনের যাবতীয় কার্যক্রম চলমান রয়েছে।
শিলখালী রেঞ্জের বন কর্মকর্তা মোহাম্মদ হাসান জানান, রোহিঙ্গা শ্রমিক দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পাহাড় কাটার যাবতীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন, পাহাড় নিধন তথা পাহাড়ে কোন ধরণের স্থাপনা তৈরি করতে দেয়া হবে না। এছাড়া অপরাধীদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
এদিকে স্থানীয় সচেতন মহল শঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে বনভূমি ধ্বংসের অবৈধ কর্মযজ্ঞ চলমান থাকলে বন্য প্রাণী ধ্বংসের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ বিপন্ন হবে। তাই অচিরেই পাহাড় কাটা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |