উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
গত রোববার একটি অপহরণ চেষ্টা মামলার জামিন নিতে গিয়ে সন্ধ্যায় ঢাকার পল্টন থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি।
গত ৮ জুন উখিয়া উপজেলা যুবদল নেতা আনোয়ার সিকদারকে অপহরণের পর হত্যা চেষ্টার একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীকে ১ নং আসামি করা হয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, গফুর উদ্দিন চৌধুরী ইতোপূর্বে বিএনপি দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করেন। তবে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন সাংসদ বদির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে দলের অভ্যন্তরে বেশ বিতর্কিত হয়ে পড়েন।
চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরীর ঘনিষ্ঠ এক আইনজীবী বলেন, গত ৮ জুনের মামলায় উচ্চ আদালত থেকে জামিনের জন্য ঢাকায় গেলে পুলিশ তাকে হোটেল থেকে গ্রেপ্তার করে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, ‘গফুর উদ্দিন যুবদল নেতা আনোয়ার সিকদারকে হত্যা চেষ্টা মামলার ১ নং আসামি। গত রোববার তাঁকে ঢাকা থেকে আটকের পর গতকাল কক্সবাজার আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |