উখিয়ার চিহ্নিত ইয়াবা গডফাদার ও টাস্কফোর্সের তালিকাভুক্ত আসামী মনির হোসেন ওরফে মনিরকে আটক করেছে ৬৪ বিজিবি সদস্যরা।
আটক মনির হোসেন (৩৮) কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউপির ধামানখালীর জব্বর মুল্লুকের
ছেলে।
মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উখিয়া উপেজেলার বালুখালী ইউনিয়নের রহমতের বিল এলাকা থেকে ওই কারবারিকে আটক করা হয় বলে নিশ্চিত করেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, আজ মঙ্গলবার বিকেলে ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে মনির ইয়াবা পাঁচারের অর্থ ভাগাভাগির জন্য উখিয়ার রহমতের বিল এলাকায় গমনের খবরে বালুখালী বিওপির একটি স্পেশাল দল কৌশলে অবস্থান নেয়। ওই সময় বিজিবির উপস্থতি টের পেয়ে আসামি মনির পালানোর চেষ্টা করলেও বিজিবি বিচক্ষণতায় তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়।
আটক মনিরের বরাতে বিজিবি অধিনায়ক আরও বলেন, মনির দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক কারবারে জড়িত। তিনি উখিয়ার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি। এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে।
প্রসঙ্গত, আটক মনির বেশ কয়েকটি মামলায় জামিনে বাহিরে থাকলেও গত বছরের নভেম্বর মাসের ৯,৬০০ পিস ইয়াবা এর দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।
আটককৃত মনির হোসেনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |