কক্সবাজারের উখিয়ায় স্কুল ফিডিং কার্যক্রম পরিদর্শন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার।
বুধবার (১৩ আগষ্ট) উপজেলার মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গয়ালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব খাদ্য সংস্থার স্কুল ফিডিং কার্যক্রম তিনি পরিদর্শন করেন। এ সময় শ্রেণির শ্রেণি কার্যক্রম পরিদর্শন সহপাঠ্যক্রমিক কার্যাবলী,পঠন দক্ষতা, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভায় পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে আবু তাহের মোঃ মাসুদ রানা, সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আবু নূর মোঃ শামসুজ্জামান, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মোঃ শাহীন মিয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জসিম উদ্দিন, সুপারিন্টেন্ডেন্ট পিটিআই কক্সবাজার, জারীন তাসনিম তাসিন, সহকারী কমিশনার ভূমি, উখিয়া, গুলশান আক্তার, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ আশরাফুল আলম সিরাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও মোক্তার আহমদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাঃ বিধান পোদ্দার বিদ্যালয়ে পৌঁছলে প্রধান শিক্ষকের জহিরুল হক অন্যান্য শিক্ষামন্ডলী ও শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |