কক্সবাজারের উখিয়া পালংখালী ইউনিয়নের বালুখালী পানবাজার এলাকা থেকে এন্টি নারকোটিকস টাস্কফোর্স ঘোষিত শীর্ষ অস্ত্র ও মাদক কারবারি এনায়েত উল্লাহ (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
তিনি উখিয়া ও টেকনাফ থানায় অস্ত্র ও অপহরণসহ মোট ৭টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।
র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস দমন, অপহরণ, খুন, ডাকাতি প্রতিরোধ এবং অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্প্রতি কক্সবাজারে মাদক চোরাচালান, অপহরণ ও মানবপাচার নিয়ন্ত্রণে এন্টি নারকোটিকস টাস্কফোর্স একটি সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে। ওই তালিকাভুক্ত আসামিদের গ্রেফতারে র্যাব-১৫ অধিনায়কের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ অক্টোবর সন্ধ্যায় র্যাব-১৫ এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্প এর একটি আভিযানিক দল বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালিয়ে এনায়েত উল্লাহকে গ্রেফতার করে। তিনি আবু আহম্মদ ও হাজেরা খাতুনের ছেলে এবং উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
র্যাব জানায়, এনায়েত উল্লাহ পূর্বে র্যাব পরিচয়ে অপহরণের সঙ্গে জড়িত অপহরণকারী সুমন গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। গত জুলাই মাসে র্যাব-১৫ ওই গ্রুপের কয়েকজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |