মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

উখিয়ায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

রূপান্তর ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় ধান ক্ষেতে বন্যহাতি তাড়াতে গিয়ে আক্রমণের শিকার নুরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালীর গহীন পাহাড়ে তিনি আক্রমণের শিকার হন।

বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত নুরুল ইসলাম জালিয়া পালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চেইংছড়ি গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দুর্জয় সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, ছেপটখালী এলাকায় ধানক্ষেতে গিয়ে হাতির আক্রমণে নুরুল ইসলাম নামে একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মনখালীর বন বিট কর্মকর্তা শীমুল কান্তি নাথ জানান, মনখালী ছোয়াংখালী এবং মোছারখোলা এ তিন বিটের সীমানায় গহীন পাহাড়ে হাতির আক্রমণে একজন আহতের খবর পেয়েছি। স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। বুধবার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মাহাবুব আলম আলম জানান, মঙ্গলবার সন্ধার পর পাহাড়ের পাদদেশে ধানক্ষেত হাতি নেমে নষ্ট করছে-এমন খবর শুনে তিনি হাতিকে ধানক্ষেত থেকে তাড়াতে যান। সেখানে হাতি তাকে আক্রমণ করে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫