কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
আটককৃতরা হলো- মৃত নুর সালামের পুত্র মোহাম্মদ আয়াছ (২১), আবু আহমদের পুত্র সোনা মিয়া (২৮) ও মৃত মোহাম্মদ হোসেনের পুত্র মো. আলম প্রকাশ লালু (২৫)।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার উনচিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে পৃথক অভিযানে দুই রোহিঙ্গা যুবককে আটক করে এপিবিএন সদস্যরা। পরে তল্লাশি পূর্বক রোহিঙ্গা যুবক সোনা মিয়ার নিকট থেকে ১ হাজার ৮৫০ পিস ইয়াবা এবং রোহিঙ্গা যুবক আয়াছের নিকট থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
এদিকে শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে অভিযান চালিয়ে মো. আলম প্রকাশ লালু নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন সদস্যরা। এসময় তার হেফাজতে থাকা একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
১৬ এপিবিএন অধিনায়ক বলেন, উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও গুলিসহ আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |