রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৮ পূর্বাহ্ন

ইয়াবা পাচারের মামলায় আসামীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:১০ অপরাহ্ন

১০ হাজার পিচ ইয়াবা টেবলেট পাচারের মামলায় এক পাচারকারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক নিশাত সুলতানা মঙ্গলবার (২৬ আগস্ট) এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
দন্ডিত আসামী হলেন : কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কে কে পাড়ার মৃত আমির মোহাম্মদ সওদাগর ও আসমা খাতুনের পুত্র জামাল উদ্দিন প্রকাশ জামাল হোসেন প্রকাশ লেডু। দন্ডিত আসামী পলাতক রয়েছে।
রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রেজাউল করিম রেজা এবং আসামী পক্ষে রাষ্ট্র নিয়োজিত কৌসুলি অ্যাডভোকেট হরি সাধন পাল মামলাটি পরিচালনা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ :
২০২২ সালের ১ মার্চ ভোর সাড়ে ৫ টার দিকে টেকনাফ থানার একটি টিম এক জামাল উদ্দিনের বসত বাড়িতে এক অভিযান চালিয়ে জামাল উদ্দিনের দেখানো মতে তার বাড়ির খাটের নীচ থেকে ১০ হাজার পিচ ইয়াবা টেবলেট উদ্ধার করে। এ ঘটনায় টেকনাফ থানার এসআই মোঃ মাহমুদুল হাসান বাদী হয়ে জামাল উদ্দিনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। যার টেকনাফ থানা মামলা নম্বর : ০৪, তারিখ : ০১/০৩/২০২২ ইংরেজি, যার জিআর মামলা নম্বর : ১৯৭/২০২২ ইংরেজি (টেকনাফ) এবং এসটি মামলা নম্বর : ৫০৯/২০২৩ ইংরেজি।
বিচার ও রায় :
মামলাটি বিচারের জন্য ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারী কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক নিশাত সুলতানার কোর্টে চার্জ (অভিযোগ) গঠন করা হয়। মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামীর পক্ষে তাদের জেরা, আসামী পক্ষে ২ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আলামত প্রদর্শন, রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা, যুক্তিতর্ক সহ বিচারের জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায় ঘোষণার জন্য গত মঙ্গলবার দিন ধার্য্য করা হয়।
রায় ঘোষণার দিনে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলার আসামী জামাল উদ্দিন প্রকাশ জামাল হোসেন প্রকাশ লেডুকে দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন কারাদন্ড, একইসাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পলাতক দন্ডিত আসামী জামাল উদ্দিন আদালতে আত্মসমর্পণ করলে বা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক ধৃত হওয়ার পর থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে নির্দেশনা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫