কক্সবাজার খুরুশকুল তেতৈয়া ঘাটে আরাকান আর্মির ৬০ জোড়া ইউনিফর্মসহ ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো- উখিয়ার পালংখালী ইউপির পূর্ব ফারির বিল এলাকার নূর মোহাম্মদের স্ত্রী শফিকা আক্তার (৩৭), একই এলাকার দিল মোহাম্মদের ছেলে ইকবাল হাসান (১৪) এবং পালংখালী ইউপির ঘোনার পাড়ার মৃত রুস্তম আলীর মেয়ে মিনুয়ারা আক্তার (৩৩)।
জানা গেছে, কক্সবাজার সদর উপজেলা থেকে কতিপয় দুষ্কৃতিকারীর মাধ্যমে আরাকান আর্মির ইউনিফর্ম রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পৌঁছানো হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ইন্ট উইং এর সহায়তায় গত ২৩ মার্চ বিকাল সাড়ে ৪টায় র্যাব-১৫ সিপিএসসি এর একটি আভিযানিক দল কক্সবাজার জেলার সদর থানাধীন খুরুশকুল ইউপির তেতৈয়া ঘাটের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে উল্লিখিত ০২ জন নারী ও ০১ জন আইনের সাথে সংঘর্ষে জড়িত শিশুকে আরাকান আর্মির ইউনিফর্ম ৬০ জোড়া ইউনিফর্ম, নগদ ৩৫০০০ টাকা ও ০৪ টি মোবাইলসহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে নুর মোহাম্মদ (৫০) নামের একজন পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে র্যাব জানায়, পলাতক নুর মোহাম্মদ এর নেতৃত্বে তারা এই ইউনিফর্ম গুলি তৈরি করে এবং বিভিন্ন অন্তরঘাতমূলক সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহার করে। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |