কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় তৈরি রামদাসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। ৬ জুলাই (বুধবার) দিনগত রাত সোয়া তিনটায় ২২ নং উনছিপ্রাং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উনছিপ্রাং ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে যায় এপিবিএন সদস্যরা। এসময় একটি দেশীয় তৈরী এক নলা বন্দুক (দৈর্ঘ্য ২৯ ইঞ্চি), ৩ রাউন্ড গুলি, দুটি রামদাসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃতরা হলো- উনছিপ্রাং ক্যাম্পের ‘ডি’ ব্লকের বাসিন্দা আলী জোহারের পুত্র মোহাম্মদ আব্দুল্লাহ (২০) এবং একই ক্যাম্পের ‘বি’ ব্লকের বাসিন্দা মো. ইউসুফের পুত্র মো. ইয়াকুব (২৩)।
১৬ এপিবিএন অধিনায়ক বলেন, আটক আসামীরা ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |