মোহাম্মদপুরে অস্ত্র হাতে মহড়া দেওয়ার সময় লও ঠেলা গ্রুপের ৯ সদস্য গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার মেকাপ খান রোড ও বোর্ড গাড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, মোহাম্মদপুর রায়ের বাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে লও ঠেলা গ্রুপের কিশোর গ্যাঙের সদস্যরা চাপাতি হাতে এলাকায় মহড়া দেয়। এসময় তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে।
তারা আরও জানায়, মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার মেকাপ খান রোড ও বোর্ড গাড এলাকা থেকে লও ঠেলা গ্রুপের ৯ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৫ টি চাপাতি, ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |