টেকনাফে নিবন্ধিত রোহিঙ্গা শিবির থেকে ওয়ান শুটার, গুলি, রামদা ও দেশীয় অস্ত্র সহ দুই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
আটক ডাকাতরা হলো- নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের মো. ছালামের ছেলে শাহ আলম (২৫) ও জাফর এর ছেলে কেফায়েত উল্লাহ (২৩)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউপির নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবির থেকে অস্ত্রসহ ওই দুই ডাকাতকে গ্রেফতার করা হয়।
টেকনাফ ১৬ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বলেন, শুক্রবার ভোরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের সি ব্লকে একটি বিশেষ অভিযান চালায় ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের মোবাইল টিমের সদস্যরা। ওই সময় দুইজন সশস্ত্র রোহিঙ্গা ডাকাতকে আটক করা হয়। এছাড়া অভিযানে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৫ রাউন্ড কার্তুজ ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এঘটনায় টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |