রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

অবৈধ কারেন্ট জাল ও ত্রিশ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

ডেস্ক রিপোর্ট
আপডেট মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৮:১৩ অপরাহ্ন

টেকনাফে ৩০ হাজার ইয়াবা, ৩০ কেজি কারেন্ট জালসহ দুই যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩ থেকে আনুমানিক ৪০০ গজ দক্ষিণে দক্ষিণ পাড়া ট্রলার ঘাট হয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচারের খবরে অভিযানে যায় বিজিবির একটি বিশেষ টহল দল। এসময় সন্দেহভাজন একটি কাঠের নৌকা নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা হয়ে ট্রলার ঘাটে আসলে নৌকাটি তল্লাশি করে। পরবর্তীতে মাছ ধরার কারেন্ট জালের স্তুপের ভিতরে সুকৌশলে লুকিয়ে রাখা একটি ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা, ৩০ কেজি কারেন্ট জাল ও ৩টি ব্যবহৃত মোবাইল সেট জব্দ করা হয়। আটককৃতরা হলেন, শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার আব্দুল মজিদের পুত্র মোঃ তৈয়ব (১৯) ও হ্নীলা ইউপির জাদিমুড়া ২৪ ক্যাম্পের বাসিন্দা মৃত ফজল হকের পুত্র মোঃ শহীদ (২০)।

বিজিবি অধিনায়ক আরো বলেন, উদ্ধারকৃত কাঠের নৌকা, অবৈধ কারেন্ট জাল টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয় এবং ইয়াবাসহ আটক আসামিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

২৯ মার্চ, ২০২২
আমিনুল বাঁধন, টেকনাফ
০১৮৫৭-৮৭৮৮৮৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫