শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ

অপহরণের ৯ দিন পর ডেলিভারিম্যানকে উদ্ধার করেছে র‍্যাব

রূপান্তর ডেস্ক
আপডেট শনিবার, ১৫ জুলাই, ২০২৩, ৯:৩৬ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ার জামতলা এলাকায় অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (২০) নামে অপহৃত একজন ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। অপহৃত ভিকটিমের পিতার অভিযোগের ভিত্তিতে অপহরণের প্রায় ৯দিন পর র‍্যাব সদস্যরা অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে পিতার কাছে হস্তান্তর করেছেন।

উদ্ধার হওয়া ভিকটিম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপির কুতুবদিয়া পাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে ও মেরিস কোম্পানি লিমিটেড এর ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৫ জুলাই) র‍্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবু সালাম চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের জনৈক নুরুল ইসলাম অভিযোগ দায়ের করেন যে, মেরিস কোং লিমিটেড এর ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত তার ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম (২০) প্রতিদিনের ন্যায় গেল ০৫ জুলাই কর্মস্থল থেকে নিজ বাড়ি না ফেরায় মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
পরে ভিকটিমের পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে ৬ জুলাই সকাল ১১ টার সময় অজ্ঞাতনামা অপহরণকারী তার স্ত্রীর মোবাইলে কল দিয়ে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং একাধিকবার কথোপকথনের মাধ্যমে সর্বশেষ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দিলে ভিকটিমকে ছেড়ে দিবে বলে জানায়। এছাড়াও মুক্তিপণের টাকা না দিলে কিংবা পুলিশকে জানালে ভিকটিমকে প্রাণে হত্যা করার হুমকি দেয়।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং ১৩ জুলাই আনুমানিক সাড়ে ৫ টার সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের উখিয়া থানাধীন জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরে উদ্ধার হওয়া ভিকটিমকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫