মানসিক রোগীদের তহবিল (মারোত)-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রাজু পালের ভাতিজি অনুরাধা পাল গতকাল ২৭ এপ্রিল তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এই উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান পালনের পাশাপাশি টেকনাফের অর্ধশতাধিক ভাসমান মানসিক রোগীদের মাঝে উন্নতমানের রান্না করা খাবার বিতরণ করা হয়।
রাজু পাল বলেন, অনুরাধা’র জন্মদিনে এই বছরের ন্যায় গত বছরও টেকনাফের ভাসমান মানসিক রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছিল এবং প্রতিবছর এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, এক সময় নিজে অর্ধেক খেয়ে বাকি অর্ধেক একজন ভাসমান মানসিক রোগী (জমির উদ্দিন) কে খাওয়ানোর মধ্য দিয়ে মারোতের বীজ বপন করি। আজ কালের বিবর্তনে অসংখ্য মানবিক মানুষের সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম ব্যাপকহারে বৃদ্ধি পাচ্ছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |