অদম্য মেধাবী মাসুমা সদ্য অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। ১৯ ডিসেম্বর কক্সবাজার জেলায় অনুষ্ঠিত মেরিন সিটি কল্যাণ তহবিল বৃত্তি পরীক্ষায় মেরিন স্টার গ্রেড এবং ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত টেকনাফ উপজেলার হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের (জিএইচএফ) বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
সে টেকনাফের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাবরাং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী এবং সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পেন্ডল পাড়া গ্রামের মরহুম রশিদ আহমদ ও গৃহিণী রাশেদা বেগমের কন্যা।
সে তার এই সাফল্যের জন্য উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য, মাসুমা আক্তার সদ্য প্রকাশিত সাবরাং উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফলে ৮ম শ্রেণি থেকে প্রথম স্থান অধিকার করে ৯ম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি সে স্কুল ভিত্তিক চূড়ান্ত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |