সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৩ অপরাহ্ন

অজ্ঞাত মরদেহের সন্ধান মিললো; পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যাকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৭:১৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের তিন দিন পর সদর ইউনিয়নের বড় হাবিব পাড়া এলাকার জেলে জোবায়েরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জোবায়ের (২৮) টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে।

শুক্রবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

এদিকে মরদেহের বিষয়ে জানতে চাইলে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, জোয়ারের পানিতে ভেসে আসা মরদেহটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর জোবায়েরসহ ১০ জন জেলে সাগরে মাছ ধরতে যান। পরদিন (৩০ সেপ্টেম্বর) অপর ৯ জন ফিরে এলেও জোবায়ের আর ফিরে আসেননি।

জোবায়েরের ভাই ইসহাক জানান, মাঝি রশিদ ও নৌকার মালিক আক্তারের সঙ্গে যোগাযোগ করলেও তারা কিছুই জানেন না বলে দাবি করেন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের অভিযোগ, জোবায়েরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ৩ অক্টোবর সকালে শাহপরীর দ্বীপের ঘোলারপাড়া এলাকায় জোয়ারের পানিতে অজ্ঞাত এক মরদেহ ভেসে আসে। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে স্বজনরা এসে এটিকে নিখোঁজ জেলে জোবায়ের হিসেবে শনাক্ত করেন। ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫