দেশের সর্বদক্ষিণের সীমান্ত নিরাপত্তা জোরদার ও সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দীর্ঘদিন ধরে বর্ডার গার্ড বাংলাদেশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। সেই ধারাবাহিকতায় ৬৪ বিজিবি ব্যাটালিয়ন গেল ৩ মাসে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, বিয়ার উদ্ধার এবং প্রায় অর্ধশত আসামী আটক করা হয়েছে।
চলতি বছরের পহেলা মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত মাদক বিরোধী অভিযানে ৭,৮৭,৭৩৫ পিস ইয়াবা, ০৬.০২২ কেজি গাঁজা, ৬০০ ক্যান বিয়ার জব্দ করা হয়। এছাড়া মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৮ জন আসামীকে আটক করা হয়েছে।
এবিষয়ে ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নিয়োজিত নয়, বরং মাদক নির্মূলে নিয়মিত কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও দেশের তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |