টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মো. রশিদ আহমেদ (৪৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটক রশিদ উখিয়ার কুতুপালং এফডিএমএন ক্যাম্পের অলি আহমেদ এর ছেলে।
২৪ নভেম্বর (রবিবার) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নাফনদীর সীমান্ত থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে এমন তথ্যের ভিত্তিতে লেদা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল মেম্বারের ঘের এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করে। আনুমানিক সাড়ে ৭টার দিকে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তিনজন ব্যক্তিকে একটি নৌকাযোগে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত শূন্য লাইন অতিক্রম করে কেওড়া বাগানে নেমে মেম্বারের ঘেরের দিকে আসতে দেখে। ওই সময় উল্লিখিত ব্যক্তিদের চলাচলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে দুই চোরাকারবারী দ্রুত নৌকায় উঠে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় এবং অপর এক চোরাকারবারীকে একটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়। আটক চোরাকারবারীর নিকট রক্ষিত ব্যাগের ভিতর হতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আসামীকে জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি অধিনায়ক বলেন, সে কুতুপালং এফডিএমএন ক্যাম্পে অবস্থান করে দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা বাংলাদেশে পাচারের সাথে জড়িত।
আটক আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |