টেকনাফে ২০ ক্যান হান্টার বিয়ারসহ আব্দুল হামিদ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ সদস্যরা। আটক আব্দুল হামিদ টেকনাফ পৌরসভার ৬নং ওয়ার্ড, কলেজ পাড়ার বাসিন্দা ফজল করিমের ছেলে।
রবিবার (১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, পৌরসভার কলেজ পাড়া এলাকার ফজল করিমের বাড়ির পূর্ব পাশে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য বিয়ার বিক্রয়ের খবরে পুলিশ অভিযানে যায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি কাগজের কার্টুনসহ দৌঁড়ে পালনোর সময় হামিদকে আটক করতে সক্ষম হয়। পরে ওই কার্টুনের ভিতর থেকে ২০ ক্যান হান্টার বিয়ার জব্দ করা হয়।
জব্দকৃত আলামতসহ আটক যুবকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি এজাহার দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |