টেকনাফে বাংলা মদসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক পাচারকারীরা হলো- উপজেলার সাবরাং ইউপির কাটাবনিয়া এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে হোসেন আহম্মেদ (৫২) এবং একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে মো. কালা মিয়া ওরফে কালাইয়া।
৬ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মেরিন ড্রাইভে বিজিবি’র চেকপোস্টে যানবাহন তল্লাশীর সময় এ ঘটনা ঘটে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যানবাহনযোগে মাদকদ্রব্য পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্টে যানবাহন তল্লাশী কার্যক্রমে নজরদারী বৃদ্ধি করা হয়। ওই সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরে ওই সিএনজিটি তল্লাশীকালীন দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক এবং পূর্ব হতেই প্রাপ্ত বর্ণনা অনুযায়ী মিলে যাওয়ায় চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়।
এক পর্যায়ে তাদের স্বীকারোক্তিতে উদ্ধারকৃত একটি বস্তার ভিতরে লুকায়িত অবস্থায় ১৮ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। এছাড়া আটককৃত আসামীদের নিকট হতে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক দুই ব্যক্তিকে জব্দকৃত বাংলা মদ এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |