মাদক পাচারকালে হ্যান্টার বিয়ার ১৬৮ ক্যানসহ হুমায়ুন কবির (২৮) নামে এক কারবারিকে আটক করেছে ৬৪ বিজিবি সদস্যরা। আটক হুমায়ুন টেকনাফ পৌরসভার কলেজ পাড়ার মো. নুরুল ইসলামের ছেলে।
আজ বৃহস্পতিবার সাড়ে ৬টায় কক্সবাজার থেকে টেকনাফগামী সৈকত পরিবহনের একটি মিনিবাস ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে তল্লাশীর জন্য থামানো হয়। ওই সময় মিনিবাসের শেষে বসে থাকা ওই আরোহীর নিকট রক্ষিত ২টি নেভীব্লু, ১টি কালো ও ১টি লাল রঙ্গের কাপড়ের ব্যাগের মধ্যে ১৬৮ ক্যান হ্যান্টার জব্দ করা হয়।
আটক আসামীর বরাতে তিনি আরও বলেন, উল্লিখিত বিয়ার কক্সবাজার থেকে ক্রয় করে টেকনাফে বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
জব্দকৃত বিয়ার ও আটক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |