টেকনাফের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গভীর রাতে পালিয়ে গেছেন মুহতামিম মাওলানা আফছার উদ্দিন কাসেমী। জানা যায়, আজ সোমবার (৪ নভেম্বর) রাত ৩টার দিকে মাদ্রাসার মুহতামিমকে অপসারণের জন্য আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
খবর পেয়ে সকালে টেকনাফ মডেল থানার এসআই মুখলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদ্রাসায় উপস্থিত হয়। পরে পুলিশের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রস্তাবানুসারে মাওলানা ক্বারী মুখতার আহমদকে প্রধান করে চারজনকে অন্তর্বর্তীকালীন মাদ্রাসা পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়। অন্তর্বতীকালীন দায়িত্বশীলদের অন্য সদস্যরা হলেন- হাফেজ এনামুল হক, মুফতি ওমর ফারুক, মাওলানা আজিজুল হক।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, গতকাল মাদ্রাসার আবাসিক ও অনাবাসিক ছাত্রদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। অনাবাসিক জনৈক ছাত্ররা গায়েপড়ে আবাসিক ছাত্রদের উপর হামলা চালায়। এতে মো. রিয়াজ উদ্দিন নামে মাদ্রাসার এক আবাসিক ছাত্র রক্তাক্ত হয়। এ ঘটনা সুরাহা করতে আবাসিক ছাত্ররা মুহতামিমকে নালিশ করে। কিন্তু তিনি কর্ণপাত না করে নিজস্ব কক্ষে অবস্থান করে বাহির থেকে দরজা তালা দিয়ে রাখেন। এতে ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে। একপর্যায়ে মুহতামিম দরজা খুলে পালিয়ে যায়।
উদ্ভুত পরিস্থিতি নিয়ে মাওলানা আফসার উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওবার্তায় বলেন, গতকাল রাত ৩টার দিকে মাদ্রাসা প্রাঙ্গনে লাঠিসোঁটা নিয়ে মাদ্রাসার কিছু ছাত্র ও বহিরাগতরা মিলে হৈ চৈ শুরু করে। এসময় তিনি ভয়ে দরজা লাগিয়ে নিজস্ব কক্ষে অবস্থান করেন। পরবর্তীতে হৈচৈ কারীরা কক্ষের দরজা ভেঙ্গে উনার হাতে থাকা দুইটি মোবাইল ফোন ও ব্যাগে থাকা এক লক্ষ টাকা ছিনিয়ে নেন। একপর্যায়ে তিনি প্রাণাভয়ে ওইখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়।
তিনি এ উদ্ভুত ঘটনার সুষ্ঠু তদন্ত প্রত্যাশা করেন এবং দোষীদের যথাযথ শাস্তির দাবি করেন।
অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত মুহতামিম মাওলানা ক্বারী মুক্তার আহমদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন। পরে অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্য হাফেজ এনামুল হক মুঠোফোনে বলেন, পারিবারিক কারণে গতকাল রাতে তিনি মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। তবে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মুহতামিম পালিয়ে যাওয়ার বিষয়ে অবগত হয়েছেন বলে জানান। পরবর্তীতে শিক্ষার্থীদের প্রস্তাবানুসারে মাদ্রাসার সুন্দর পরিবেশ বজায় রাখতে তিনি অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণ করেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য ঘটনাস্থলে পুলিশ গেছে। তবে আপাততে মাদ্রাসা পরিচালনার জন্য নতুন দায়িত্বশীল ঠিক করেছে মাদ্রাসার ছাত্র এবং স্থানীয়রা।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |