শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

হানিমুন থেকে ফিরে সোজা রোহিঙ্গা আশ্রয়শিবিরে তাহসান

রূপান্তর ডেস্ক / ১২৬ বার পড়া হয়েছে
আপডেট শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ৭:০৬ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বিয়ের খবর প্রকাশ্যে এনে বছরের শুরুতে আলোচনায় আসেন তাহসান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে এই বিয়ে ঘিরে ছিল তুমুল আলোচনা। বিয়ের খবর প্রকাশ্যে আনার পরপরই তাহসান উড়াল দেন। ৭ জানুয়ারি মালদ্বীপে হানিমুনের উদ্দেশে যান তাহসান ও রোজা। গতকাল বৃহস্পতিবারও রোজা মালদ্বীপের স্থিরচিত্র পোস্ট করেছেন। আর তাহসানের ফেসবুক পেজে চোখ রাখতেই জানা গেল, গতকাল তিনি কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছিলেন।

রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনের একাধিক স্থিরচিত্র তাহসান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন।

আজ শুক্রবার সকালে এসব স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে তাহসান লিখেছেন, ‘গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত। জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।’

মালদ্বীপে হানিমুনের স্থিরচিত্র তাহসানের স্ত্রী ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘জীবনবুননে সুতা আমাদের অসীমগ্রথিত। এ প্রেম সুদৃঢ় স্বর্গমথিত।’ এমন একটি ক্যাপশন দিয়ে কয়েকটি স্থিরচিত্র ও একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন রোজা। তাহসানের স্ত্রীর পোস্ট করা সেসব স্থিরচিত্র ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। তাহসান ও রোজা দুজনই নিজেদের পছন্দের কথা একে অন্যকে জানান। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত হয়।

তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্কের ব্রাইডাল মেকআপ আর্টিস্ট। দুই বছরের বেশি সময় তিনি সেখানে ব্রাইডাল মেকআপ নিয়ে কাজ করছেন। পাশাপাশি তিনি মেকআপ নিয়ে শিক্ষা দেন। সেগুলো প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। রোজা থাকেন নিউইয়র্কের জ্যামাইকাতে। তবে বাংলাদেশেই তাহসান খানের সঙ্গে তাঁর পরিচয়। গত বছর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন। রোজার সঙ্গে কীভাবে পরিচয়, তা তাহসান জানালেন এভাবে, ‘বেশ আগেই আমাদের পরিচয়। সেখানে থেকেই কথা হতো। পরে গত বছর বিয়ের সিদ্ধান্ত নিই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫