দেশের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়্যা দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস তথা মাস্টার্স শেষ করা টেকনাফের শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) মেশকাতে জামাতের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাটহাজারী মাদ্রাসার মেশকাত (অনার্স) এর ছাত্র রুবায়েত হুসাইন এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফের বিজ্ঞ আলেমে দ্বীন আল জামেয়া আল ইসলামিয়া টেকনাফ বড় মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা শাকের আহমদ সহ হাটহাজারী মাদ্রাসার সাবেক শিক্ষার্থীবৃন্দ।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবছর বিভিন্ন মাদ্রাসা থেকে অসংখ্য উলামায়ে ক্বেরাম পড়াশোনা সম্পন্ন করছেন। কিন্তু যোগাযোগের অভাবে পরস্পরের মধ্যে দুরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তাই দুরত্ব গুছানোর পাশাপাশি পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এই প্লাটফর্মটি গঠন করা হয়েছে। এছাড়া ছাত্রদের যেকোন ক্রাইসিস মুহুর্তে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, টেকনাফে অপহরণ বাণিজ্য মাথাছাড়া দিয়ে ওঠেছে। অপহরণ রোধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে ইতোমধ্যে চট্টগ্রামস্থ টেকনাফের শিক্ষার্থীরা মাঠে নেমেছে। অপহরণ ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।বর্তমানে অন্যায়কে অন্যায় বলা শেখেছে ছাত্ররা। টেকনাফের স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার হতে হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |