মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী জাহাজ ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তবে ‘স্বর্ণের চালান’ থাকার সন্দেহে পণ্যবাহী জাহাজটি আটকে দিয়েছিল তারা। ১৬ দিন পর গতকাল শনিবার দুপুরে এটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছে।
এর আগে গত ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি পণ্যবাহী জাহাজ টেকনাফ স্থলবন্দরে আসে। গতকাল টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগের দুটি পণ্যবাহী জাহাজ মালপত্র খালাস করে ইয়াঙ্গুনে ফিরে গেছে। ১৬ দিন পর আরাকান আর্মির হাতে আটক জাহাজটি ঘাটে নোঙরে আছে। আমাদের কার্যক্রম শেষে মালপত্র খালাস করা হবে।
গতকাল সরেজমিন দেখা গেছে, আরাকান আর্মির হেফাজতে থাকা পণ্যবাহী জাহাজ ফেরত আসার খবরে টেকনাফ স্থলবন্দরে ভিড় করে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোকজন। এতে ৩১ হাজার বস্তা বিভিন্ন পণ্যসহ ১৬ জন নাবিক রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিভিন্ন তথ্যসং গ্রহ করছেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |