প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সমুদ্রসৈকতে ভেসে এসেছে একটি অর্ধগলিত মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে মরদেহটির কোন নাম-ঠিকানা পাওয়া যায়নি।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সৈকত পয়েন্টে মরদেহটি ভেসে আসে বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
ওসি বলেন, আজ সোমবার সন্ধ্যায় সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম সৈকত পয়েন্টে অর্ধগলিত একটি অজ্ঞাত পুরুষের মরদেহ জোয়ারের পানিতে ভেসে আসে। খবর পেয়ে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি সমুদ্রসৈকত থেকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় অর্ধগলিত মরদেহটি দাফনের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |