টেকনাফে ইয়াবাসহ পঞ্চাশোর্ধ এক
মহিলাকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক রায়লা বেগম (৫৫) উপজেলার সাবরাং ইউপির শাহপরীর দ্বীপ এলাকার মৃত তৈয়ব গোলালের মেয়ে।
সোমবার (১১ নভেম্বর) আনুমানিক সকাল ৮টায় দমদমিয়া চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, সোমবার সকালে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি বাসকে দমদমিয়া চেকপোস্টে তল্লাশীর জন্য থামানো হয়। ওই সময় বাসের এক মহিলা যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত মহিলা সৈনিক দ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওই মহিলার স্বীকারোক্তিতে তার হাতে থাকা নাস্তার ব্যাগের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৪,৭৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |