টেকনাফে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবরাং ইউনিয়নের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) বিকাল ৪টায় টেকনাফ উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল টেকনাফ উপজেলার সভাপতি জালাল উদ্দিনের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়।
কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম সিকদার, সাংগঠনিক সম্পাদক রাহমাতুল্লাহ রনিসহ প্রমুখ।
ঘোষিত কমিটিতে রশিদ মিয়াকে আহ্বায়ক, মোজাম্মেল হককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ ছিদ্দিককে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এছাড়াও ৩১ জনের নাম অন্তর্ভূক্ত করে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটি ঘোষণাকালে জালাল উদ্দিন বলেন, “জাতীয়তাবাদী শক্তিকে সংগঠিত ও সুসংহত করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। ভবিষ্যতে বিএনপিকে ক্ষমতায় আনতে মৎস্যজীবী দলের প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।”
এ সময় নতুন কমিটির সদস্যরা দলীয় আদর্শে উজ্জীবিত থেকে মাঠে সক্রিয় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |