টেকনাফে দৈনিক যুগান্তর এর ভ্রাম্যমাণ প্রতিনিধি সাংবাদিক আবুল কাশেমের উপর অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক হামলার ঘটনায় জেলা জুড়ে মানববন্ধন করেছে সচেতন নাগরিক ও সাংবাদিক সমাজ।
বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে
টেকনাফ সদর, ঝিমংখালী, হোয়াইক্যং, নাইক্ষংছড়ি, পেকুয়াতে একযোগে মানববন্ধন করেছে তারা।
এসময় বক্তারা সাংবাদিক আবুল কাশেমের উপর অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
তারা আরও বলেন, হামলাকারীরা পুরাতন রোহিঙ্গা। রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের মজুদ রেখে তারা নানা অপকর্ম করে যাচ্ছে। ইয়াবার অবৈধ টাকার জোরে সাধারণকে জিম্মি করে রেখেছে। সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, রোহিঙ্গা হওয়ার পরেও তারা কীভাবে স্থানীয়দের সাথে গ্রামে বসবাস করেন? হামলাকারীদের গ্রেপ্তারের পাশাপাশি গ্রামগঞ্জে বসবাসরত রোহিঙ্গাদের দ্রুত রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তরের দাবি জানান তারা।
এদিকে সাংবাদিক আবুল কাশেম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। এতে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়।
এবিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ গিয়াস উদ্দিন বলেন, থানায় মামলা এন্ট্রি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ নভেম্বর (সোমবার) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপির ঝিমংখালী এলাকার বাসিন্দা মুহাম্মদ হোছনের ছেলে ডজন খানেক মামলার আসামি ওসামা ওরফে বর্মাইয়া ওসামা, ইউনুছ, আব্দুল্লাহসহ অজ্ঞাত ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসীরা এ হামলা চালায়।
এতে সাংবাদিক কাশেম বাম হাতে আঘাত প্রাপ্ত হয়। ওই সময় হামলাকারীরা তাঁর গলার স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |