শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন কমিটি গঠন

রূপান্তর ডেস্ক / ১১৬ বার পড়া হয়েছে
আপডেট শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২:০৮ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বৃহত্তর জনপদ শাহপরীর দ্বীপকে পৃথক ইউনিয়ন পরিষদ ঘোষণা ও বাস্তবায়নের লক্ষ্যে শাহপরীর দ্বীপ ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আত্মপ্রকাশ ঘটেছে। শুক্রবার (৭ফেব্রুয়ারী ) বিকাল ৫ টায় শাহপরীর দ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস কক্ষে বিএনপি নেতা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

জনবহুল ও বৃহত্তর জনপদ শাহপরীর দ্বীপকে ইউনিয়ন ঘোষণার দাবিতে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, প্রায় অর্ধ লক্ষাধিক জনসংখ্যা, ১৭ হাজার ভোটার ও প্রায় দশ বর্গমাইলের বৃহৎ জনপদ শাহপরীর দ্বীপকে পৃথক ইউনিয়ন ঘোষণার দাবি একটি পুরনো ও যৌক্তিক দাবি। বিশাল এলাকা নিয়ে গঠিত বর্তমান ইউনিয়ন পরিষদ ইউনিয়নের বাসিন্দাদের সেবা প্রদানে অনেক আগে থেকে ব্যর্থ হয়েছে। বিশেষ করে বিচ্ছিন্ন এলাকা হওয়ায় শাহপরীর দ্বীপের বাসিন্দাদের ইউনিয়ন পরিষদের সেবা পেতে চরম অনিয়ম ও ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাছাড়া যেকোন উন্নয়ন বরাদ্দ ও কার্যক্রমে শাহপরীর দ্বীপের তিনটি ওয়ার্ড বঞ্চিত হয়ে আসছে। তাই সামগ্রিক বিষয় বিবেচনায় শাহপরীর দ্বীপকে পৃথক ইউনিয়ন ঘোষণা একটি সময়োপযোগী দাবি।

সভায় শাহপরীর দ্বীপ ইউনিয়ন পরিষদ বাস্তবায়নের লক্ষ্যে ও যাবতীয় কার্যক্রম পরিচালনার স্বার্থে সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলকে আহবায়ক ও মাস্টার কলিম উল্লাহ কে সদস্য সচিব করে ২১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আবুল হাশেম সিআইপি সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক ইউপি সদস্য ফজলুল হক যুগ্ম আহবায়ক (অর্থ), মৌলভী সৈয়দ হোসাইন যুগ্ম আহবায়ক (সহ অর্থ), ইউসুফ জালাল কে যুগ্ম আহবায়ক (দপ্তর), ইউপি সদস্য আব্দুস সালাম কে যুগ্ম আহবায়ক, জাকারিয়া আলফাজ কে যুগ্ম আহবায়ক ( প্রচার ও মিডিয়া ), রহমত উল্লাহ রানা কে যুগ্ম আহবায়ক ( তথ্য ও প্রকাশনা), আব্দুর রহিম, ব্যাংকার ফরিদুল আলম, মাস্টার ফয়েজ উল্লাহ, হাফেজ এনাম উল্লাহ কে যুগ্ম আহবায়ক করা হয়। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন, কবির আহমদ, মোস্তফা কামাল, মৌলভী জামাল উদ্দীন, সরওয়ার কামাল, মোহাম্মদ হাসান, আবুল ফয়েজ, মৌলভী মোহাম্মদ নোমান ও শামসুদ্দীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫