রবিবার, ১৫ জুন ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

শামলাপুরে মৎস্য আহরণ বন্ধে অবহিতকরন সভা

সাইফুদ্দিন মামুন / ১৯৯ বার পড়া হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৯:৫৫ অপরাহ্ন

টেকনাফের শামলাপুরে আন্তর্জাতিক মৎস্য গবেষণা সংস্থা ওয়ার্ল্ডফিশের আয়োজনে ইকোফিশ-২ প্রকল্পের আওতায় আগামী ২০ মে থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সামুদ্রিক মৎস্য আহরণ বন্ধে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। এ অবহিতকরণ সভাটি আজ অনুষ্ঠিত হয়। প্রতিপাদ্য ছিল আহরণ নিষিদ্ধ ৬৫ দিন, সামুদ্রিক মাছ বৃদ্ধির সুযোগ দিন।
অবহিতকরন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ-বাহারছড়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খালেদ হোসাইন, টেকনাফ উপজেলার এসসিএমএফপির টেকিনিক্যাল অফিসার মাসুদ রানা, ইকোফিসের গবেষণা সহযোগী শহীদ নাসরুল্লাহ আল মামুন, শামলাপুর মৎস্য অবতরণকেন্দ্র ভিত্তিক সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহেদ হোসেন ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
সঞ্চালনা করেন ইকোফিস-২ প্রকল্পের গবেষণা সহকারী মোঃ সোহেল রানা। সভায় শামলাপুর মাছ ঘাটের নৌকার মালিক, মাঝি, শ্রমিক, মাছ ব্যাবসায়ী, তেল ব্যবসায়ী সহ মোট ৭৫ জন স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।
বক্তারা ৬৫ দিন সামুদ্রিক মৎস্য আহরণ বন্ধের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এবং জেলেদের উক্ত বিষয়ে মেনে চলার আহবান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ বাহারছড়া কোস্টগার্ড এর কন্টিনজেন্ট কমান্ডার খালেদ হোসাইন সবাইকে সরকারি বন্ধ মেনে চলার আহবান করেন এবং এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ার করেন।
প্রধান অতিথি দেলোয়ার হোসেন উপস্থিত জেলেদের সামুদ্রিক মৎস্য আইন মেনে চলার আহবান জানান এবং এই বন্ধে সরকার কর্তৃক বরাদ্দকৃত চাল খুব দ্রুততম সময়ের মাঝে জেলেদের কাছে পৌছে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেবেন বলে সকলকে আস্বস্ত করেন। পরিশেষে প্রধান অতিথি উপস্থিত সবাইকে সামুদ্রিক বন্ধ মেনে চলার বিষয়ে শপথ বাক্য পাঠ করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • রবিবার, ১৫ জুন ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫