টেকনাফে লুঙ্গি মোড়ানো পোটলা থেকে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। আজ রবিবার (১৩ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউপির উনচিপ্রাং সীমান্ত থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, মাদকের চালান আসার খবরে বিআরএম-১৭ থেকে আনুমানিক ৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে খালেরমুখ নামক এলাকায় বিজিবির উনচিপ্রাং বিওপি’র টহলদল কৌশলগত অবস্থান নেয়। ওই সময় সন্দেহজনক ৩ ব্যক্তিকে নাফ নদী পার হয়ে খালেরমুখ এলাকার ‘হাজী চিংড়ি ঘের’ এর দিকে আসতে দেখলে তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে হাতে থাকা পোটলা ফেলে দ্রুত গ্রামের ভিতরে পালিয়ে যায় চোরাকারবারিরা।
পরে চোরাকারবারীদের ফেলে যাওয়া লুঙ্গি দিয়ে মোড়ানো একটি পোটলার ভিতর থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |