কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্রাক্টরের ধাক্কায় এক আব্দুর রহমান (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আব্দুর রহমান উখিয়ার হলদিয়াপালং ইউপির ধুরুংখালীর আলীপাড়া এলাকার আবদুল গফুরের ছেলে।
আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি উখিয়া থেকে কর্মস্থলে ফেরার পথে জাহাজপুরা পয়েন্টে এ ঘটনা ঘটে। সে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই লক্ষ্মণ চন্দ্র বর্মণ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বলেন, রবিবার সকালে আব্দুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেলযোগে টেকনাফ কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে জাহাজপুরা এলাকায় পৌঁছলে কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মৃতদেহটি উদ্ধার করে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রাখা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |