টেকনাফে মালিকবিহীন ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) আনুমানিক দুপুর ২টায় উপজেলার হোয়াইক্যং ইউপির ক্যারাঙ্গাঘোনা এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে বিআরএম-১৮ থেকে আনুমানিক ১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ক্যারেঙ্গাঘোনা নামক এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিলেন বিজিবি সদস্যরা। ওই সময় এক ব্যক্তি মিয়ানমার থেকে একটি ক্যারেট কাঁধে নিয়ে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে। তাৎক্ষণিক বিজিবি’র উপস্থিতি টের পেয়ে
কাঁধে থাকা ক্যারেটটি ফেলে দ্রুত দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল চোরাকারবারির ফেলে যাওয়া ক্যারেটের ভিতর থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গুলো ধ্বংস করার নিমিত্তে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |