টেকনাফে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. জাকির হোসেন ওরফে টেম্পু জাকের (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা। সে উপজেলার হ্নীলা ইউপির মৌলভী বাজার মুসলিম পাড়া এলাকার মৃত আবুল কাশেম সওদাগরের ছেলে।
২০ নভেম্বর (বুধবার) রাত আনুমানিক পৌনে ১০টায় উপজেলার হ্নীলা ইউপির
মৌলভীবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সিএমপি হালিশহর থানার মামলা নং ১২(৩)১৫, জিআর-৫০/১৫, প্রসেস নং-৪২৯/২৪, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(০১) এর ৯(খ) ধারা মোতাবেক পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়।
র্যাব জানায়, গত বুধবার রাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী টেম্পু জাকেরকে আইনের আওতায় নিয়ে আসতে উপজেলার হ্নীলা ইউপির মৌলভীবাজার মুসলিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |