সরকারি পাহাড় কেটে মাটি সাপ্লাই দেওয়াতে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া ও লেচুয়াপ্রাং সংযোগ সড়কটি দুই সরওয়ারের মাটির ডাম্পারেই শেষ করে দিচ্ছে। একদিকে সরকারি পাহাড় কাটা অন্যদিকে সাধারণের চলাচলের কাঁচা রাস্তার উপর দিয়ে মাটিভর্তি ডাম্পার চালানোর কারণে ইট সরে যাচ্ছে এবং ভাঙ্গন ধরেছে। এই অবস্থা হলে আসন্ন বর্ষা মৌসুমে ওই রাস্তা দিয়ে সাধারণের চলাচলে সীমাহীন দুর্ভোগ শঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, ওই দুই ডাম্পারের মালিকরা বিগত সরকারের আমল থেকে কারও কথা তোয়াক্কা না করে ফ্যাসিবাদী কায়দায় মাটি কেটে ওই এলাকার শত শত সরকারি পাহাড় ধ্বংস করছে। এছাড়া বন
বনবিভাগকে ম্যানেজ করে পাহাড়ের মাটি কাটে বলে দাবি করেন ওই দুইজন।
বন বিভাগের হ্নীলা বিট কর্মকর্তা মো. হোসেন বলেন, ❝ আমি যোগদানের পর থেকে এমন অভিযোগ শুনে আসছি। দুষ্কৃতকারীরা গভীর রাতে মাটি কাটেন। জনবল সংকটের কারণে বার বার ধরতে ব্যর্থ হচ্ছি। তবে দুষ্কৃতদের হাতে-নাতে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।❞
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |