মাছের ককশীটের ভেতরে ৪৪ হাজার ইয়াবাসহ টেকনাফ শীলবনিয়া পাড়ার বেলালকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা।
সুত্র জানায়, ১০ এপ্রিল দুপুর আড়াই টার দিকে উখিয়া ৬৪ বিজিব ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির চেকপোষ্টের নিকট একটি বাস আসলে বাসটি থামিয়ে ওই বাসের যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করা হয়। ওই সময় সোর্সের পূর্ব তথ্যানুযায়ী বাসের বক্সে থাকা ১২টি মাছের ককসিটের বক্স দেখতে পায় এবং ওই বক্সগুলো কার তা বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসা করলে বাসের যাত্রী বেলালের বলে জানায়।
পরবর্তীতে ওই যাত্রীর সম্মুখে মাছের ককসিট গুলো খুলে মাছের ও বরফের ফাঁকে ফাঁকে লুকিয়ে রাখা বায়োরোধী ০৫টি প্যাকেট খুলে তার মধ্য থেকে ৪৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান, এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করে আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা ও মোবাইল ফোন আলামত হিসেবে ওই থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |