সংবাদ বিজ্ঞপ্তি ::
সোমবার (৮ জানুয়ারি) স্থানীয় অনলাইন পোর্টাল ও জাতীয় গণমাধ্যমে প্রকাশিত “নৌকায় সিল মেরে ব্যালটশূন্য বাক্স পূর্ণ করছিলেন চেয়ারম্যান” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমি জাল ভোট দিয়ে শূন্য ব্যালট বাক্স পূরণ করেছি বলে উল্লেখ করা হয়েছে- যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রকাশিত সংবাদের ব্যাখ্যা ও প্রতিবাদ:
৭ জানুয়ারি (রবিবার) সকাল ৭টায় আমার নিজ ভোটকেন্দ্র (৮৭নং) সাবরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হই।এরপর সকাল ৮টার দিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে আমাদের বুথে আমি প্রথম ভোটাধিকার প্রয়োগ করি। ওইসময় ব্যালটে স্বাক্ষর প্রদানের জন্য সহকারী প্রিজাইডিং অফিসার কর্তৃক ব্যালট পেপারের মুন্ডিটা আমাকে দেওয়া হয়। স্বাক্ষর পরবর্তী সময় অনেকটা আবেগপ্রবণ হয়ে গোপনে সীল না মেরে উপস্থিত ব্যক্তিবর্গের সামনে নৌকায় সীল প্রদান করি। ওইসময় স্থানীয় সংবাদকর্মী আব্দুর রহমান তার নিজস্ব মোবাইলে কিছু স্থিরচিত্র ধারণ করেন। পরবর্তীতে তিনি আমার বিজয়চিহ্ন দেখানো সহ ওইসময় ধারণকৃত আরো কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড দেন।
কিন্তু অত্যন্ত নিন্দনীয় হলেও সত্য যে, কিছু কুচক্রী মহল ফেসবুক থেকে ওই ছবিগুলো সংগ্রহ করে ‘ফেইক আইডির’ মাধ্যমে তিলকে তাল বানিয়ে অপপ্রচার শুরু করে। পাশাপাশি জাতির বিবেক সাংবাদিক ভাইদেরকে ভুল তথ্য দিয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আমার মানহানির অপচেষ্টা চালাচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয়, প্রকাশিত সেসব প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ছবিগুলো মুন্ডার ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের! আমি হলফ করে বলছি- ভোট চলাকালীন আমি মুন্ডার ডেইল কেন্দ্রে যায়নি।
তাই সাংবাদিক ভাইদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা জাতির দর্পন। জাতি সবসময় আপনাদের কাছ থেকে ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করেন। আশা করি, সংবাদ প্রচারের পূর্বে সংবাদের বস্তুনিষ্ঠতা ও গ্রহণযোগ্যতা যাচাই করবেন। অন্যথায়, জাতি আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবেন।
সবশেষে ভিত্তিহীন ও সাজানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন ও জনগণকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি সেসব কুচক্রী মহলের বিরুদ্ধে শিগগিরই আইনি পদক্ষেপ গ্রহণ করব।
প্রতিবাদে-
নুর হোসেন বি.এ
চেয়ারম্যান
৪নং সাবরাং ইউনিয়ন পরিষদ, টেকনাফ, কক্সবাজার।
সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
নাম | সময় |
ফজর | ৪:১৫ |
যোহর | ১২:১০ |
আছর | ৪:৫০ |
মাগরিব | ৬:৪৫ |
এশা | ৮:১৫ |